[email protected] সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ৯:৪৯ এএম

ঢাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস— যা চলতি মৌসুমের অন্যতম নিচের তাপমাত্রা। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭–৮ কিলোমিটার।

ভোরে কনকনে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় ফারাক শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে।

এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার রেকর্ড হয়েছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি; তার আগের দিন ছিল ২৬.৭ ডিগ্রি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরুতেই শীত আরও বাড়বে এবং শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর