বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত স্বাভাবিক
বিমান চলাচলে বিঘ্ন ঘটে। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় নিরাপত্তার স্বার্থে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে পারেনি এবং সেগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা যায়, বিভিন্ন দেশ থেকে আসা একাধিক ফ্লাইট কলকাতা, ব্যাংকক ও চট্টগ্রামে অবতরণ করে। এর মধ্যে ছিল ব্যাংকক, বাকু, দুবাই, জেদ্দা, শারজাহ, কুয়েত, ইস্তাম্বুল ও রিয়াদ থেকে আসা ফ্লাইট। কিছু ফ্লাইট ভারতের কলকাতায়, একটি ব্যাংককে এবং দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়।
যদিও প্রাথমিকভাবে ১০টি ফ্লাইট ডাইভার্টের কথা বলা হয়েছিল, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মোট ৮টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, আবহাওয়া স্বাভাবিক হলেই বিমান চলাচল ধীরে ধীরে আগের মতো শুরু হবে। বিলম্বিত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও আবাসনের ব্যবস্থা করছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্তও স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে।
এসআর
মন্তব্য করুন: