[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

১৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯ এএম

ঘন কুয়াশার কারণে দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় কর্তৃপক্ষ ফেরি চলাচলের অনুমতি দেয়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে নদী এলাকায় কুয়াশা বাড়তে থাকে। একসময় কুয়াশা এতটাই ঘন হয়ে ওঠে যে নৌপথের চ্যানেল নির্দেশক চিহ্নগুলো দেখা যাচ্ছিল না। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, শনিবার সকালে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে ১০টি ফেরি চলাচল করছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে থাকা যানবাহনগুলো ধাপে ধাপে পার করা হচ্ছে।
এদিকে, যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত সোয়া ৮টা থেকে বন্ধ থাকা আরিচা-কাজিরহাট নৌরুটেও শনিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর