[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৫:৩২ পিএম

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত

চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা শেষে সৃষ্ট বিপুল বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই কার্যক্রমে মোট ১৪৮ টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
তিনি জানান, এই অভিযানে ডিএনসিসির প্রায় ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। ২০টি ট্রাক ব্যবহার করে মোট ১৪৮ বার বর্জ্য পরিবহন করা হয়, যা রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ফেলা হয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, দুপুরের মধ্যেই পুরো সমাবেশ এলাকা পরিষ্কার করে সাধারণ মানুষের চলাচলের জন্য উপযোগী করে তোলা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সকাল ১০টার পর থেকে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী স্বেচ্ছায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে সহায়তা করেন।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শীতের সকালে পরিচ্ছন্নতাকর্মী ও রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। সবার সহযোগিতায় নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বড় কোনো অনুষ্ঠান বা জনসমাগমের পর নগর প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে, তাহলে শহর ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজ হবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। সেই সমাবেশ থেকে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ডিএনসিসি তাৎক্ষণিকভাবে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর