পদ্মা ও যমুনা নদী এলাকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়ায় প্রায় সাড়ে
দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরিগুলো চলাচল শুরু করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর থেকে ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলে সমস্যা দেখা দেয়। কুয়াশা এতটাই তীব্র ছিল যে নৌপথের বিকন বাতি ও দিকনির্দেশক চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ১২টার পর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। বর্তমানে এই রুটে ১২টি ফেরি চলাচল করছে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এসআর
মন্তব্য করুন: