বরিশালে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে বইছে ঠান্ডা
বাতাস, সঙ্গে ছিল হালকা কুয়াশা। এতে করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন বেশি ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি শীত মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। তবে এ অবস্থাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না। ডিসেম্বরের শেষ দিকে এমন আবহাওয়া স্বাভাবিক এবং আরও কয়েকদিন এমন থাকতে পারে।
সকালে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে সূর্যের দেখা মিলতে দেরি হয়। সকাল ১০টার পর সূর্য উঠলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি কমেনি।
শীতের কারণে রাস্তাঘাট ও হাটবাজারে মানুষের চলাচল কমে গেছে। অটোরিকশা চালক ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বলছেন, যাত্রী ও ক্রেতা কমে যাওয়ায় আয়-রোজগারে প্রভাব পড়ছে। অন্যদিকে শীত বাড়ায় গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।
আবহাওয়া পর্যবেক্ষকেরা জানিয়েছেন, ডিসেম্বর ও জানুয়ারির মাঝামাঝি সময়ে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।
এসআর
মন্তব্য করুন: