রাজশাহীতে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি
মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা এখন পর্যন্ত এ বছরের সর্বনিম্ন।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর ফলে জেলার সর্বত্র শীতের অনুভূতি অনেক বেশি বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায়, যার কারণে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সড়কে যানবাহনগুলো ফগ লাইট জ্বালিয়ে চলাচল করে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সূর্যোদয় হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। তবে কুয়াশা ও হিমেল বাতাসের কারণে মানুষজন প্রচণ্ড শীত অনুভব করছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কম থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষরা। কুয়াশা ও ঠাণ্ডা উপেক্ষা করে প্রতিদিনই তাদের জীবিকার প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হচ্ছে। এরই মধ্যে ফুটপাতের দোকানগুলোতে শীতবস্ত্রের বিক্রি বাড়তে শুরু করেছে।
চারঘাট থেকে কাজের উদ্দেশ্যে নগরীতে আসা শ্রমিক শরিফ ইসলাম জানান, ভোরে কাজে বের হওয়াটা এখন খুব কষ্টকর হয়ে উঠেছে। একাধিক কাপড় পরেও শীত সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে।
অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাগর আলী বলেন, শীতের কারণে রাস্তায় যাত্রী কমে গেছে। গরম কাপড় পরেও ঠাণ্ডা কমছে না, ফলে কাজ করতেও অসুবিধা হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানান, বর্তমানে জেলার বাতাসের আর্দ্রতা শতভাগ এবং তাপমাত্রা মৌসুমের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে।
এসআর
মন্তব্য করুন: