[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ৭:১০ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ থেকে ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে জাগলার চর এলাকায় জমির দখল ও আধিপত্য নিয়ে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, কোপা সামছু বনিহীকে চর থেকে বিতাড়িত করে জমি দখলের উদ্দেশ্যে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে চরের জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে আসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়, যা কিছু সময় ধরে চলতে থাকে।
এ সময় অপর পক্ষের গুলিতে আলাউদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থলেই আরও চারজন নিহত হন। নিহতদের মরদেহ জাগলার চর এলাকায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর