[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৫৩ পিএম

সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে নদীর দুই তীরে যানবাহন পারাপারে চরম স্থবিরতা সৃষ্টি হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌ পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরি মাস্টাররা নিকটবর্তী কোনো বস্তু দেখতে পাচ্ছিলেন না।

নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ৪ নম্বর ঘাটে ফেরি ভাষা শহীদ বরকত এবং শাহ পরান নোঙর করে রয়েছে।

দৌলতদিয়া প্রান্তের ঘাটগুলোতেও বিভিন্ন ফেরি নোঙর করতে বাধ্য হয়েছে।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝনদীতে কোনো ফেরি আটকে পড়েনি, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সহায়ক হয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে শত শত ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকে পড়েছে।

যাত্রী ও চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। বিএআইডব্লিউটিসি জানিয়েছে, কুয়াশা কমে এবং দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর