আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডে অবস্থিত জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় তিনি বলেন, “বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা। এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদে দেখতে মুখিয়ে রয়েছেন।”
তিনি আরও বলেন, এই আসনে খালেদা জিয়ার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে এবং নির্বাচনে তিনি বিপুল জনসমর্থন পাবেন বলে বিএনপি আশাবাদী।
এসআর
মন্তব্য করুন: