[email protected] রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১৪ পৌষ ১৪৩২

তেঁতুলিয়ায় হাড় কাঁপানো শীত, বিপাকে জনজীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১০:৩০ এএম

সংগৃহীত ছবি

হিমালয় পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে তীব্র শীত।

হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শনিবার রাত থেকেই শীতের প্রকোপ বাড়তে শুরু করে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
সরেজমিনে দেখা গেছে, উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকলেও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তবে কুয়াশা ও ঠান্ডার কারণে সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ফলে বাড়ছে দুর্ভোগ।
দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও কুয়াশার প্রভাব এতটাই ছিল যে তেমন কোনো উষ্ণতা ছড়াতে পারেনি। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ।
এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। প্রতিদিনই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার খবর মিলছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর